শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার শিবগঞ্জে সেলাই মেশিন, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / 108

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক ২০২২-২০২৩ ইং অর্থ বছরে টেন্ডার তহবিলের আওতায় উপজেলার উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন, বৈদ্যুতিক ফ্যান ও যুবকদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় উপজেলার বিধবা বা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটানো, অনেকের বিয়ে না হয়ে দরিদ্র বাবা মায়ের সংসারে আশ্রয় নেওয়া। অসহায় বাবা দু মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খায়, তার উপরে অসহায় মেয়ের বাড়তি চাপ। তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে ৩৬জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। যাতে পিছিয়ে পড়া অসহায় মেয়েরা কারো মুখাপেক্ষি না হয়ে নিজেদের দক্ষতায় সমাজের সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এছাড়াও প্রান্তিক পর্যায়ে অস্বচ্ছদের মাঝে ১০০টি বৈদ্যতিক সিলিং ফ্যান প্রদান। ভয়াবহ মাদকের ছোবল থেকে যুবক ও দেশের অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলা করতে যুবকদের মাঝে ১০০ টি ফুটবল, ১২সেট জার্সি, ৮ সেট ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার জাহান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল প্রমূখ।