সমাজকর্মী এম এম মেহেরুল’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সুধীজনদের বিবৃতি

- আপডেট সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / 186

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ২৮/০৪/২০২৩ তারিখে “জোড়াগাছা ইউনিয়ন আওয়ামীলীগ” (আইডি লিংক https://www.facebook.com/profile.php?id=100064054715778&mibextid=ZbWKwL) নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে সমাজকর্মী ও আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল এর নামে কিছু অসত্য,বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশন করে অপপ্রচার চালানো হয়েছে। উক্ত ফেসবুক আইডিতে এম এম মেহেরুলকে বলা হয়েছে, তিনি একজন মাদক সম্রাট ও মাদক কারবারের সাথে জড়িত। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, এম এম মেহেরুল অত্র উপজেলা তথা বগুড়া জেলায় মাদকবিরোধী আন্দোলনসহ সামাজিক অন্যান্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।উপজেলা মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্বরত রয়েছেন। ইতিমধ্যে তিনি তাঁর কাজের স্বীকৃতি হিসেবে “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০২২” এর ফাইনালিস্ট মনোনিত হয়েছেন এবং উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন। এছাড়াও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি আরও কয়েকটি সম্মাননা স্মারক অর্জন করেছেন । বর্তমান সময়ে উপজেলার সকল ভাল কাজে মেহেরুলের সরব উপস্থিতি ও নেতৃত্বদান একটি চিরায়ত বিষয়ে পরিণত হয়েছে। আমরা মনে করছি, তাঁর এহেন ভালো কাজে ঈর্শ্বান্বিত হয়ে একটি কুচক্রিমহল এসব অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের সাথে সত্যের লেশমাত্রও নেই। আমরা এই অসত্য তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি এই ভুয়া ফেসবুক আইডি ও ভূয়া ফেসবুক আইডি পরিচালনাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহনের আহবান জানাচ্ছি।
বিবৃতি প্রদানকারী
প্রফেসর অরুন বিকাশ গোস্বামী – অধ্যক্ষ (অবঃ),সরকারি নাজির আখতার কলেজ।
প্রফেসর মোঃ রফিকুল আলম (বকুল) – উপাধ্যক্ষ (অবঃ), সরকারি নাজির আখতার কলেজ।
অরুপ কুমার গোস্বামী – জেলা ও দায়রা জজ (অবঃ)
বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম – সাবেক কমান্ডার,মুক্তিযোদ্ধা সংসদ,সোনাতলা।
তাহেরুল ইসলাম তাহের, সাবেক প্যানেল মেয়র, সোনাতলা পৌরসভা।
মোঃ মহসীন আলী তাহা – সভাপতি ,সোনাতলা উপজেলা খেলাঘর আসর।
নিপুন আনোয়ার কাজল – কাউন্সিলর ,সোনাতলা পৌরসভা, সভাপতি সোনাতলা প্রেসক্লাব,সভাপতি সোনাতলা থিয়েটার।
মোঃ আবদুল্লাহ আল মাসুদ – প্রধান শিক্ষক,হরিখালি উচ্চ বিদ্যালয়।
মোঃ মোশারফ হোসেন মজনু – সাবেক সভাপতি ,সোনাতলা প্রেসক্লাব।
মোঃ সাইফুল ইসলাম – চেয়ারম্যান , টিজিএস ।
সোহেল আহম্মেদ খান – নির্বাহী পরিচালক, ভোরের আলো কল্যান সংস্থা।
সানাউল ইসলাম রিজু – যুগ্ম আহবায়ক – সোনাতলা সংস্কৃতি পর্ষদ
প্রভাষক ইকবাল কবির লেমন – লেখক ও সম্পাদক, সভাপতি দুর্জয় সাহিত্যগোষ্ঠী।
মোঃ তাহেরুল ইসলাম উজ্জ্বল – সাধারণ সম্পাদক, দুর্জয় সাহিত্য গোষ্ঠী ও সহকারি শিক্ষক,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
মোঃ আব্দুল ওয়াদুদ – যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া সাংবাদিক ইউনিয়ন।
রাশেদুজ্জামান রণ – জেলা সমন্বয়ক, যুদ্ধদলিল ।
শিমন আহম্মেদ বাদল – সভাপতি, ফ্রি ভলান্টিয়ার্স অফ বাংলাদেশ ।
সিজুল ইসলাম – নাট্যকার ও লেখক ।
আবু মান্নাফ খান সৈকত – সমন্বয়কারী, দি অল্টারনেটিভ ইয়ুথ ফোরাম ।
শাহাদত জামান শাহিন – সভাপতি, ভোর হলো।
এম রহমান সাগর – নির্বাহী পরিচালক, দিশারী উন্নয়ন সংস্থা ।
মোঃ তরিকুল ইসলাম – কাউন্সিলর,সোনাতলা পৌরসভা।
কুহেলী চক্রবর্তী – আহ্ববায়ক, সোনাতলা সংস্কৃতি পর্ষদ।
মোঃ জালাল উদ্দিন মুকুল – ইউপি সদস্য, ৭ নং ওয়ার্ড, সোনাতলা সদর ইউনিয়ন।
উজ্জল হোসেন খোকন – সভাপতি ,সোনাতলা সাংস্কৃতিক সংগঠন।
ইমরান এইচ মন্ডল – সভাপতি ,পরিবেশ উন্নয়ন পরিবার।
নিয়ামুল হাসান বাধন – সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশান অফ বাংলাদেশ ।
মোঃ জিয়াউর রহমান – সভাপতি, দড়িহাসরাজ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন
ফয়সাল বিন কাইয়ুম – সভাপতি, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, সোনাতলা শাখা।
সাকি সোহাগ – গল্পকার ও লেখক।
সাজেদুর আবেদীন শান্ত – লেখক ও গণমাধ্যমকর্মী ।
রবিউল ইসলাম শাকিল – সভাপতি ,বন্ধু সামাজিক সংগঠন।
আহম্মেদ সাব্বির – সভাপতি, পশ্চিম তেকানী আলোকিত তালতলা সংগঠন।