গাবতলীতে বাড়ীঘর ভাঙচুর আসবাবপত্র স্বর্ণ ও অর্থ লুট, থানায় অভিযোগ

- আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / 142

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে বাড়ীঘর ও বাউন্ডারী ওয়াল ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণাংকার লুটপাট করার ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। উপজেলার নেপালতলী দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লেখিত নেপালতলী দক্ষিণপাড়া গ্রামের কোরবান মন্ডলের মেয়ে জোসনা বেগম (৩৭) এর সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মমিন মিয়ার জমিজমার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৬এপ্রিল দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জোসনার বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় টিনের বেড়া, ঘরের টিভি, ফ্রিজ, আসবাবপত্র, দরজা-জানালাসহ যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়। এরপর ওই হামলাকারীরা বাক্স ভেঙ্গে দেড় ভরি গহনা, তিন লক্ষ টাকা ও আসবাবপত্র লুট করে। এ সময় জোসনার বড়বোন রত্না বেগম বাধা দিলে ইটের আঘাতে তার কপাল ফেটে রক্তাক্ত জখম করা হয়। এরআগে ২১এপ্রিলে বসতবাড়ীর ওয়াল ভেঙে ফেলে ওই প্রতিপক্ষরা। এ বিষয়ে ট্রিপল লাইনে ফোন দিলে গাবতলীর থানার এসআই আরিফুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২৮এপ্রিল জোসনা বেগম বাদী হয়ে মমিনকে প্রধান করে ১৩জনের নামে থানায় একটি এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই শরীফুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনাটি সঠিক। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।