বগুড়ায় ধানক্ষেতে থেকে কিশোরের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / 118

বগুড়ায় ধান ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের চেংগা ছাতিয়াগাড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম আব্দুল মালেক। ১৫ বছর বয়সী মালেক ওই এলাকার মৃত হাসমতের ছেলে। সে মুরগী বিক্রির দোকানে কাজ করতো।
এ ঘটনায় মুক্তার নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। মুক্তার ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।
নাম প্রকাশ করার শর্তে এক ব্যক্তি জানান, যে ধানক্ষেতে মরদেহ উদ্ধার সেখানে বড় ধরণের ধস্তাধস্তি হয়েছে। মালেকের পুরো শরীর কাদায় মাখা। তাকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নাজরান রউফ বলেন, ‘চেংগা ছাতিয়াগাড়ি এলাকায় একটি ধান ক্ষেতের মধ্যে থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সকল বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছি। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। রহস্য উদঘাটন হলে সবাইকে জানানো হবে।’