বগুড়া সান্তাহারে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / 130

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সান্দিড়া আন্তঃ পাড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফুটবল মাঠে স্টার ক্লাবের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পশ্চিম পাড়া ফুটবল দল বনাম কুলিপাড়া ফুটবল দল অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্টে পশ্চিম পাড়া ফুটবল দল ৪-২ ট্রাইবেকার গোলে কুলিপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে ওই দিন সন্ধ্যায় সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম রাজা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন, স্টার ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ হোসেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথি বিজয়ী পশ্চিম পাড়া ফুটবল দলকে ট্রফি তুলে দেন।