শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের মূল অভিযুক্তকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / 68

গত ১৭ এপ্রিল বগুড়ার সারিয়াকান্দি থানার গোয়ালবাতান গ্রামে ৫’ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রী প্রতিবেশী আসামী মোঃ তোফাজ্জল (৫৫) এর বাসায় খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার একপর্যায়ে আসামী ভিকটিমকে কৌশলে তার বসতবাড়ীর শয়ন ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। যা স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৮ এপ্রিল সারিয়াকান্দি থানায় মামলা রুজু করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ২৬ এপ্রিল ০১.০০ ঘটিকায় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় মীর মনির হোসেন, কোম্পানী কমান্ডার ও নজরুল ইসলাম, স্কোয়াড কমান্ডার, র্যাব-১২ বগুড়াদ্বয়ের নেতৃতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ তোফাজ্জল (৫৫), পিতা- মৃত তফিজ উদ্দিন প্রামানিক, সাং- গোয়াল বাতান, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সারিয়কান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম ::