শিরোনাম ::
নোটিশ ::
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম’র সভাপতি শুভ, সম্পাদক মাহদী

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / 115

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এবং সেবামূলক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজের হলরুমে সর্বসম্মতিক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পলাশ শুভ কে সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহদী হাসান আল আমিন কে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, ১নং সহ-সভাপতি অভিষেক মহন্ত (রাবি), ২নং সহ-সভাপতি ফুয়াদ হাসান (ইবি), ৩নং সহ-সভাপতি রাজু আহম্মেদ (বাকৃবি), ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন ত্বোহা (হাবিপ্রবি), ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (নোবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক: তাজিজুল ইসলাম তুহিন (শেকৃবি), সাংগঠনিক সম্পাদক আতিয়া জাহান (ইবি), অর্থ বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন (বাকৃবি)।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, নিদিষ্ট প্লাটফর্ম, এ্যাডমিশন প্রার্থীদের তথ্য ও লজিস্টিক সাপোর্ট দেয়া, শিক্ষার্থীর পরিসংখ্যান নিশ্চিত করা, জ্ঞানের আদান-প্রদানসহ এ রকম সাতটি সেবামূলক কাজের উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয় এই সংগঠন।
এছাড়া আগামী দিনে এই সংগঠনের সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই এসোসিয়েশন সৃষ্টি করা হবে বলে জানায় এই শিক্ষার্থীরা।