বাবার ধর্ষণের শিকার মেয়ে, বাবা গ্রেফতার

- আপডেট সময় : ১০:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / 159

মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে চিনু মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি (১২) একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। শনিবার (২২ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে চিনু মিয়া মেয়েটিকে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার মেয়েটি সোমবার (২৪ এপ্রিল) তার নানাবাড়ি গিয়ে বিষয়টি জানায়। মঙ্গলবার সকালে তার নানি থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে চিনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।