বগুড়া আদমদীঘিতে অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

- আপডেট সময় : ১০:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / 108

বগুড়া জেলার আদমদীঘিতে গতরাতে জুয়া খেলার সময় আসর থেকে দশজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। আজ (২৫ এপ্রিল) আজ মঙ্গলবার দুপুরে তাদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার নশরত পুর ইউনিয়নের শিহারী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রতন (৩৫) ইয়াসিন আলী মণ্ডলের ছেলে জনি মণ্ডল (২৭) আফজাল হোসেনের ছেলে তোতা মিয়া (৩২) মঞ্জুর রহমানের ছেলে মাসুদ রানা (৩১) মৃত সৈয়দ আলীর ছেলে ফরিদুল ইসলাম (৫০) মৃত আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম (৩০) মন্টু সাখিদারের ছেলে মাসুদ রানা (৩১) আফজাল হোসেনের ছেলে আহসান হাবিব (৫০) মোজাম্মেল হকের ছেলে আব্দুল হান্নান (৪০) ও মৃত হাসেম আলীর ছেলে রবিউল ইসলাম (৩১) আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের শেহারী গ্রামের একটি বসতবাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া আর মাদকের সাথে কোনো আপোষ নাই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ