শিরোনাম ::
নোটিশ ::
গাবতলীতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / 105

২৫ এপ্রিল মঙ্গলবার বগুড়ার গাবতলী এম আর গ্রুপের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ও সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন এম আর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম মিশা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ডের যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার। আরো বক্তব্য রাখেন এম আর গ্রুপের সভাপতি রেজাউল করিম সোনা, প্রধান শিক্ষক রায়হানুল হক রানা, স্থানীয় পৌর কাউন্সিলর মিলন মিয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ফারজানা আকতার, বিকাশ রহমান ও নিপা।