কাহালুতে অসুস্থ বিএনপিনেতার খোঁজখবর নিলেন ভিপি সাইফুল ইসলাম

- আপডেট সময় : ০৪:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / 124

সোমবার দুপুরে অসুস্থ বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য ভিপি মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুর রহমান বকুল, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি আ্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ইউসুফ আলী শেখ, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান লেমন, জেলা যুবদলের সাবেক সদস্য বুলবুল আহমেদ, কাহালু পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফজলু, সাবেক বিএনপিনেতা মতিন তালুকদার, আজিজার রহমান (বাবলু), আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব আশরাফুজ্জামান (বিপ্লব), রাজু, জিয়াউর রহমান জিয়া, শামছুল হক, ইব্রাহীম আলী, জাহাঙ্গীর আলম, হায়দার আলী, তাপস, হাবিল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, শ্রমিকদলনেতা জিল্লুর রহমান, সাবেক ছাত্রদলনেতা রাকিব প্রমূখ।