কঠোর অবস্থানে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ বগুড়া-নাটোর মহাসড়ক এখন মৃত্যুপুরী

- আপডেট সময় : ০৪:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / 153

বগুড়া-নাটোর মহাসড়ক এখন মৃত্যুপুরী, কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। নন্দীগ্রামে ঈদের দিনে বগুড়া-নাটোর মহাসড়কে ঝরে গেছে তরতাজা ৩টি প্রাণ, কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২২এপ্রিল) ঈদের দিন বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথমের মাথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হন। একই সময়ে কাথম বেড়াাগাড়ি নামক এলাকায় মটরসাইকেল অটোরিকশা সংর্ঘষে আরেক জনের মৃত্যু হয়। এনিয়ে ঈদের দিনে বগুড়া-নাটোর মহাসড়ক মৃত্যুপুরীতে ঝরে গেছে তরতাজা ৩টি প্রাণ। নিহতরা হলেন, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যান নগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০) নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে আল-ইমরান (৩০) অন্যজন হলেন,গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)। থামছেইনা যেনো রোড এক্সিডেন্ট, কয়েক মাসের ব্যবধানে ঝরে গেছে অসংখ্য তরতাজা প্রাণ। এদিকে ঈদের দিন থেকেই হাইওয়েতে কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট, চেকিং করা হচ্ছে সকল মোটরসাইকেল আরোহীদের লাইসেন্স নাম্বার, ড্রাইভিং লাইসেন্স। মোটরসাইকেলে চরে অতিরিক্ত যাত্রী আরোহন, হেলমেট বিহীন গাড়ি চালানো, মোটরসাইকেলের নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স না থাকলে দিচ্ছেন মামলা। বগুড়া নাটোর মহাসড়ক এযেনো এখন এক মৃত্যুর ফাঁদ। কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আবুল হাচানাত বলেন, ঈদের দিনে মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। বেপরোয়া গতিতে মোটরসাকেল চালানোর জন্য অঝোরে ঝরছে তরতাজা প্রাণ। আমরা কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছি। চেকপোষ্ট বসিয়ে নিয়োমিত চেকিং করা হচ্ছে। যাতে আর কোন তরতাজা প্রাণ অঝরে না ঝরে যায়।