শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / 118

বগুড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী মৃত রাজা মিয়া (৫০), পিতা- শুকুর আলী, সাং- ফুলপুর, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
২৩ এ এপ্রিল (রবিবার) বেলা পৌনে ১২ টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়ন রহিমাবাদ সি-ব্লক হাইওয়ে পাকা রাস্তার উপর যাত্রীবাহী বাস টি, আর পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, নিহতের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আছে। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।