শিরোনাম ::
নোটিশ ::
ঈদের শুভেচ্ছা জানালেন বগুড়া সদর উপজেলা বিএনপি নেতা রাজিবুল করিম রাফি

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০১:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / 106

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও বগুড়া জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি- নিশিন্দারা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা রাজিবুল করিম রাফি।
শনিবার (২২এপ্রিল) সকালে এক শুভেচ্ছা বার্তায় রাজিবুল করিম রাফি বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সকল ভেদাভেদ ভুলে এ ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
ঈদ মানে প্রতিবেশীদের নিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা দেওয়া। নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্র হওয়া। নতুন জামাকাপড় পরা।
ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
সেই সাথে বগুড়া জেলাবাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন রাফি।
পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় জেলাবাসীর দোয়া চেয়েছেন।