শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / 106

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ পালন হচ্ছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ হয়। সে হিসেবে শনিবার যে বাংলাদেশে ঈদ পালন হবে সে বিষয়টি মোটামুটি ঠিকই ছিল।
চাঁদ দেখা কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। সিদ্ধান্ত হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সিয়াম সাধনার ইতি ঘটল।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরাবরের মতো এবারও ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের পাঁচ জামাত।