বগুড়ার শিবগঞ্জের বেলতলীতে প্রবীণদের মাঝে ঈদের উপহার বিতরণ

- আপডেট সময় : ০২:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / 111

সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) এর সহযোগিতায় ও সিডিএফ বেলতলী শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলতলী বাজারে প্রবীণদের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর শতাধিক প্রবীণদের মাঝে লুঙ্গী শাড়ি হিজাব বিতরন করা হয়। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করে শতাধিক প্রবীণদের ফি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আজ বুধবার প্রায় শতাধিক বয়স্ক ব্যক্তির অংশগ্রহণে সমাবেশ সভায় সভাপতিত্ব করেন, আবুল হোসেন ফকির। সমাজসেবক আব্দুল আলিম এর সঞ্চালনায় এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাকিল উদ্দিন, ডাঃ দিবাশীষ কুমার গুপ্ত, ডাঃ সোহেল রানা রনি,সাজ্জাদুর রহমান সোহাগ, হাফিজার রহমান, সংগ্রাম মহন্ত, গণেশ প্রসাদ, আবু বকর (সাবেক মেম্বার) মাওলানা ইউসুফ আলী,ফুলমিয়া জায়দার, মোনতেজার রহমান,আশিক ইসলাম, প্রমূখ,বক্তারা বলেন সমাজের সবচেয়ে সম্মাণিত ব্যক্তিগন হচ্ছে প্রবিণ, আজ তারা অসহায় জীবন যাপন করেন আমরা যদি তাদের কল্যাণে কাজ করি তারা উপকৃত হবে,পরে ডাঃ দিবাশীষ প্রবিণদের সহযোগীতার আশ্বাস দেন এই প্রবিণ রুগিগুলো চেম্বারে গেলে তাদের কোন ভিজিট লাগবে না।