বগুড়ার গাবতলীতে বৃষ্টির চেয়ে ইসতেসকার নামাজ

- আপডেট সময় : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / 98

তীব্র তাপদাহ থেকে বাঁচতে বগুড়ার গাবতলীতে ২০এপ্রিল সরকারি কলেজ মাঠে মুসল্লিরা বৃষ্টি চেয়ে সালাতুল ইসতেসকার আদায় করছেন। বৃষ্টি কামনা করে গাবতলীতে ইসতেসকার নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে তারা বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন। বগুড়ায় তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। টানা তাপপ্রবাহে পুড়ছে প্রাণীকুল ও প্রকৃতি জনজীবন হয়ে উঠেছে ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ এই অনলবর্ষী রোদ্দুরে এক পশলা বৃষ্টি নেমে এলে স্বস্তির হাওয়া বইবে। তাপদাহে অতিষ্ঠ জনজীবন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। অতিরিক্ত তাপদাহে মানুষ নানা ধরনের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তীব্র তাপদাহে আম ও বোরো আবাদের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জেলার অনেক স্থানে ধানে চিটা পাওয়া গেছে। গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস।