বগুড়ায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

- আপডেট সময় : ০৩:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / 135

বগুড়ায় ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, বার্মিজ চাকু ও কয়েক রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ওরফে সঞ্জিত (৩১), অহেদুল ইসলাম পটল (৩৩), বাবলা ফকির (৩৩), মোঃ সুজন (৩০), মোঃ জনি (৩৪), আরিফুল ইসলাম আরিফ (৩৭), রনি হাসান (২০), সজিব হোসেন (২৫), মনোয়ার হোসেন হীরা (৩৪), মোঃ আজিম (২৮), আকাশ আহম্মেদ বিপন (৩০), ফারুক আহম্মেদ (৩৬) ও আলম শেখ (৩৫)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসীন্দা।
বগুড়া ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎতের বিরুদ্ধে ৪টি, অহেদুলের বিরুদ্ধে ১০ টি, বাবলার ৮ টি, জনি , সজিব, মনোয়ার ও আরিফুলের বিরুদ্ধে ১টি করে মামলা চলমান আছে।
বগুড়া ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকায় সমবেত হয়ে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও বার্মিজ চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ও ডাকাতি প্রস্তুতির অভিযোগসহ অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।