নওগাঁয় সংসদ সদস্যের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের পরিবারে মাঝে ঈদ উপহার

- আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / 114

নওগাঁ সদর উপজেলার আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত পরিবারদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল এর নিজ উদ্যোগে উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের নারচি গ্রামে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এম পি নিজামুদ্দিন জলিল জন উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর মাঝে বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরনকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, লবন, লাচ্ছা সেমাই, মশুর ডাল, ছোলা ও দুধ। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আশ্রায়ণ বাসিন্দারা।