শিরোনাম ::
নোটিশ ::
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / 110

নওগাঁয় ট্রাকের চাপায় অনিক (১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
নিহত অনিক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কেঁল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ছিল জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী হাটবার। অনিক তার চাচাকে ত্রিমোহনী হাটে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতলে নেওয়া পথে মারা যায়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটটি আটক করেছে।