বগুড়া আদমদিঘীতে দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

- আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / 111

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতি দরিদ্র অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ান গ্রাম ইপি চেয়ারম্যান আব্দুল হক আবু। আদমদিঘী উপজেলা প্রকল্প অফিসার মোঃ আমির হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পবিত্র ঈদ- উল – ফিতর উপলক্ষে গরীব, হত দরিদ্র, অসহায়দের মাঝে ঈদ উপহার স্বরপ, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের মোট ১,৭৬৩ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউ পি সচিব মোঃ কুদরত ই এলাহী, ইউ পি সদস্য শ্রী সুদেব ঘোষ, মোঃ মহসিন আলী, মনি জুলফিকার, আবু তাহের আলী, আলী মর্তুজা কিনা, হামিদুল ইসলাম, মহিউদ্দিন তালুকদার, মোখলেছুর রহমান মহিলা সদস্যা সবিতা বেগম, নাজমা বেগম লবানী, রিনা বেগম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, মুক্তার আলী , কাজল, সহ এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।