বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে প্রতিপক্ষের মারপিটে আহত-৪ঃ থানায় অভিযোগ

- আপডেট সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / 48

গাবতলীর বাগবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৪ জন আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নশিপুর ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানগেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের নশিপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক নশিপুর মৌজার সাবেক দাগ-৫২৬৬ জমির পরিমান ৬০ শতকের কাত ৩০ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছিল। এ বিষয়ে আদালতে একটি বন্টন মামলা চলমান আছে। উক্ত মামলা থানা স্বত্বেয় প্রতিপক্ষরা গত ১৬ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে উক্ত জমি কলারগাছ লাগিয়ে বেদখল দেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আব্দুর রাজ্জাক, রুজিনা বেগম, কল্পনা বেগম ও আরিফিন রেয়াকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় স্বণের চেইন গলা থেকে ছিনিয়ে নেয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে গত ১৮ এপ্রিল নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত আয়েজ উদ্দিন আকন্দে ছেলে নজরুল ইসলাম কালুসহ আব্দুস সালাম, হোসেন, আব্দুর রশিদ, সাহেব আলী, মোহাম্মদ আলী ও রানাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে গাবতলী থানা এএসআই জাহাঙ্গীর আলম বগুড়া বুলেটিন কে জানায়, অভিযোগ টি হাতে পেয়েছি তদন্ত করে আইন আনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।