কাহালু উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

- আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / 114

মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু উপজেলার আয়োজনে যাকাতের টাকার ক্রয়কৃত ১৩টি ছাগল, ৫টি সেলাই মেশিন ও ৩ জনকে চিকিৎসার জন্য নগদ অর্থ গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিন্ড সুপার ভাইজার হামিদুল ইসলাম (হামিদ), উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব উপজেলা রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।