রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

- আপডেট সময় : ০২:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 99

রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এমন পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ার রীতি রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আফতাবনগর খেলার মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন মাওলানা আহমাদুল্লাহ।
সোমাবার সকালে আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজ পড়েতে আসেন শতাধিক মুসুল্লি। সেই নামাজে ইমামতি করেন মাওলানা আহমাদুল্লাহ। নামাজ শেষে তিনি গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন।
রবিবার রাতে ইসতিসকার নামাজের আয়োজনের ঘোষণা দেন মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.) এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইসতিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।