বগুড়ার সোনাতলায় কৌশলে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

- আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 157

বগুড়ার সোনাতলায় বাবা-মা তারাবি নামাজ পড়তে মসজিদে যাওয়ার সুযোগে তাদের সপ্তম শ্রেণি পড়–য়া মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাকিবুল হাসান রাকিব নামের এক লম্পট যুবকের বিরুদ্ধে। রাকিব উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামের মো.দিলবর হোসেনের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার অভিভাবক থানায় মামলা করলে তাৎখানিক অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মামলা সুত্রে জানা যায়,এক মাসের প্রেমের সুবাদে গত ১৪ এপ্রিল রাত্রি সাড়ে ৮টার দিকে কৌশলে লম্পট যুবক মেয়েটিকে তাদের বাড়ির পিছনে গল্প করার জন্য ডেকে নেয়। সেখানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে রাকিব। এ সময় মেয়েটির বাবা-মা গ্রামের মসজিদে তারাবি নামাজ আদায় করতে গিয়েছিল। নামাজ শেষে বাড়িতে আসলে মেয়েটি সব ঘটনা বাবা-মাকে বলে। বাবা-মা তাদের আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে ১৬ এপ্রিল স্থানীয় থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা জানান,তার পরিবারটি একটি অসহায় পরিবার। দিন আনেন দিন খান। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচারের মাধ্যমে ধর্ষকের ফাঁসি দাবি করেছেন।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান,ধর্ষিতার অভিভাবক থানায় মামলা করার সাথে সাথে ধর্ষক রাকিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।