সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / 121

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে শনিবার শহরের টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান বানু,বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবিএম মাজেদুর রহমান জুয়েল,সংগঠন সহসভাপতি আব্দুর রহিম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান,কার্যনিবাহী সদস্য এসএম সাঈদ, দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম ,সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন,বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে দেশ জাতীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।