শিরোনাম ::
নোটিশ ::
মহাস্থানে মরহুমা আলেয়া জলিল ক্বওমী মহিলা মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০৭:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / 115

বগুড়ার মহাস্থানে মরহুমা আলেয়া জলিল হাফেজিয়া ক্বওমী মহিলা মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় মরহুমা আলেয়া জলিল হাফেজিয়া ক্বওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আব্দুল জলিলের সভাপতিত্বরে ইফতারী পূর্বমুহূর্তে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইমদুল হক।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে মরহুমা আলেয়া জলিল হাফেজিয়া ক্বওমি মহিলা মাদ্রাসা। সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জলিল ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে স্ত্রী মারা যাওয়ার পর নিজ স্ত্রীর নামেই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মো: আমিনুর রহমান, হাফেজ মাওলানা মোঃ আব্দুল হামিদ, আলহাজ্ব মিনহাজ উদ্দিন, সমাজ সেবক মোজাহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়া চেম্বার অফ কমার্সের সদস্য রহেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক তাজুল ইসলাম, রায়নগর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন (সবেরিন), মাষ্টার নুর আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার ধর্মপ্রাণ মুসাল্লি বৃন্দ। পরে তাদের পরিবারের নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি অগ্রগতি কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।