গাবতলীতে মোয়াজ্জিন ইমাম ও শিক্ষার্থীদের সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / 45

শুক্রবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর মাঝপাড়া জ্ঞান অন্বেষণ পাঠাগার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় মাঠে ইমাম, মোয়াজ্জিন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব আ: রশিদ বাবুর সভাপতিত্বে এবং অর্থ-সম্পাদক মামুনুর রশিদ ও সহ-সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব রুহুল আমিন লেবু। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আবু জাফর গিফারী, আতোয়ার রহমান আকন্দ, আমিনুল ইসলাম, আবু নাছের, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, পরিকল্পনা ও অর্থ-বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, হুমায়ুন কবীর, সুমন, মেহেদী, নাহিদ, সংগঠনের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।