শিরোনাম ::
নোটিশ ::
মহাস্থানে গ্রামীণ মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / 119

বগুড়ার মহাস্থান বাজারে (CRMIDP) দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের (৪ তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল) ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় মহাস্থান মৎস্য বাজারে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করে বক্তব্য রাখেন, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। ভিত্তিপ্রস্তর পুর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মাঝিহট্র ইউপি চেয়ারম্যান এস্কেন্দার আলী শাহানা, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, শিবগঞ্জের গুজিয়া কনফিডেন্স কেজি স্কুলের পরিচালক ও জাপা নেতা শাহীনুর ইসলাম, সমাজ সেবক মোশাররফ হোসেন, মোজাফ্ফর হোসেন প্রমূখ।
দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা বুলু আকন্দ।