বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার কাহালুতে মঙ্গল শোভাযাত্রা

- আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / 101

পহেলা বৈশাখ-১৪৩০ বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শ্ক্ষিা অফিসার মো. মোতহার হোসেন, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. হোসেন আলী, কাহাালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. মাশহুরুল আলম জাকি, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রামানিক সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।