শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় ৩’শ পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / 173

বগুড়ায় ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৩’শ পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের মাদক পরিবহন কাজে ব্যবহারিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে,
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম, পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ডিবি বগুড়া’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১এপ্রিল বিকাল ৫টায় বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া আহম্মেদপুর পাঁকা রাস্তার ওপর থেকে শেখ সাদী টিটু (৩৫) পিতা-অলিউল ইসলাম, ২। মোঃ লিটন প্রামানিক (২৮), পিতা-মোঃ জলিল প্রামানিক এদের আটক করা হয়। সকলের বাড়ি একই উপজেলার সরধন কুটি গ্রামে। এসময় তাদের হেফাজত থেকে ৩’শ পিস ইয়াবা উদাহরণ করা হয়েছে।
অপর দিকে মঙ্গলবার ১১ এপ্রিল রাত পৌঁনে ৯,টায় বগুড়া জেলার বনানী রোডে ৩মাথা ডিজে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গা হইতে ১ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর ইসলাম ওরফে সাগর (২৪), পিতা-মোঃ রশিদুল ইসলাম ও শাকিল হোসেন (২৫), পিতা- মোঃ জাহেদ। এরা লালমনিরহাট ভোটমারি পাড়া গ্রামের বাসিন্দ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার গাবতলী ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।