শিরোনাম ::
নোটিশ ::
কাহালুর নারহট্র ইউনিয়নের গরীব দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / 114

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বুধবার সকালে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজারে নারহট্র ইউনিয়নের ৯”শ ৯ জন গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন নারহট্র ইউ পি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও কাহালু উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মো. ইমান আলী, নারহট্র ইউ পি সচিব আব্দুস সামাদ, নারহট্র ইউ পি সদস্য গোলাম রব্বানী আকন্দ, শহিদুল ইসলাম, হোসনেয়ারা কাওসার, সেলিনা আক্তার, শাহানাজ পারভীন, মোজাহার আলী প্রামানিক, আব্দুল মতিন, আব্দুল মান্নান প্রামানিক, গোলাম রব্বানী মন্ডল, রাশেদ সরদার, মমতাজ আলী খন্দকার, গোলাম রব্বানী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।