কাহালুতে এনএটিপি প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস এর উদ্বোধন

- আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / 110

বুধবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের এনএটিপি প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বনানী বগুড়া কৃষি সম্প্রসারণ অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান। এ সময় ্উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ), উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ উপ-সহকারি অফিসারবৃন্দ ও সিআইজিবৃন্দ ।