শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সান্তাহারে নেশার ইনজেকশনসহ গ্রেফতার ১

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / 136

সোমবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সান্তাহার স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানতে পারেন ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে একজন মাদক কারবারী লাঠির মধ্যে অভিনব কায়দায় মাদক বহন করছে। সান্তাহার স্টেশনে ট্রেনটি পৌছালে রেলওয়ে থানা পুলিশ ওই যাত্রী বুলু প্রামানিক (৪০) কে তল্লাশি করে তার হাতে থাকা লাঠি থেকে ৮ পিস নেশার এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসনে জানান। তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।