১০০ টাকার জন্য বন্ধুকে খুন

- আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 125

ময়মনসিংহ মহানগরীতে ১০০ টাকা না পেয়ে নাহিদ (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আকুয়া আমজাদ বেপারি রোডের আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার দুরু মিয়ার ছেলে। গ্রেফতার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসঙ্গে চলাফেরা করতেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন ১০০ টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুক হোসেন আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।