বগুড়া হোমিওপ্যাথিক কলেজের আয়োজনে চিকিৎসদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান

- আপডেট সময় : ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 94

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। র্যাালী শেষে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনের গোধূলি হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস এম মিল্লাত হোসেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ডাঃ মুন্জুরুল আলম লিটন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াছমিন। বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, সাবেক অধ্যক্ষ ডাঃ আয়ুব হোসেন, হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম, ডাঃ সহিদুর রহমান সরকার, ডাঃ হুমায়ন কবীর, ডাঃ শাহানুর রহমান, ডাঃ আকতার আলম রেহান, ডা: এস এম আমির উদ্দিন, ডাঃ আতিকুর রহমান সুমন, ডাঃ শাহ গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আবুল মুনসুর, ডাঃ আব্দুল মতিন, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ সুজিত কুমার ভৌমিক, ডাঃ সাহাবুদ্দীন আহমেদ, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল আলীম, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ মাহফুজা আক্তার সোহেলী, উত্তম কুমার সাহা, শিক্ষার্থী জেসমিন আক্তার জুই, হাসি খাতুন, সাদিয়া আক্তার ও আতাউল হাসান। অনুষ্ঠানে সারাদেশে কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থী ও অন্য পেশা থেকে অবসর নিয়ে হোমিওচিকিৎসা পেশায় এসে সেবা প্রদানকারী চিকিৎসকদের সংবর্ধনা দেয়া হয়। বক্তাগণ গভীর শ্রদ্ধা সহকারে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের অবদানকে স্মরণ করেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে আরও আধুনিকায়ন করতে উত্তরোত্তর গবেষণার উপর বিশেষ ভাবে জোর দাবি জানান।