কাহালুর জামগ্রাম ইউনিয়নে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 105

বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বগুড়ার কাহালুর জামগ্রাম বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান আলমগীর আলম (কামাল)।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, আব্দুল বারী, বিএনপিনেতা রিপন, শফিকুল, আব্দুল আলীম, আবু তাহের, মোজাম্মেল হক, আল আিিমন, আব্দুল বারী, আমজাদ হোসেন, আইয়ুব আলী, জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক রায়হান, জামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব, জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইফসুফ, সাংগঠনিক সম্পাদক রানা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও কাহালু উপজেলার ৮টি ইউনিয়নে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।