আদমদীঘিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ জনের কারাদন্ড

- আপডেট সময় : ০১:২৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 43

বগুড়ার আদমদীঘিতে নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে মামুনুর রশিদ খোকন (৩৭) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মামুনুর রশিদ খোকন আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপি এলাকাস্থ নাগর নদে কালিতলা নামকস্থান থেকে অবৈধভাবে বালু তোলায় বেশ কিছু বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সেই বালু মামুনুর রশিদ খোকন নামের এই ব্যক্তি নিলামে কিনেন। এরপর আজ রোববার কেনা বালুর পাশে মামুনুর রশিদ খোকন নিজে নাগর নদ থেকে এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা শুরু করেন। এমন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে মামুনুর রশিদকে আটক করে উল্লেখিত কারাদন্ড আদেশ দেন। এছাড়া কালিতলা এলাকায় নাগর নদ থেকে অবৈধ ভাবে বালু তোলা ও নদ পাড় অবৈধভাবে কেটে পুকুর খননের অপরাধে আব্দুল হান্নান আকন্দ নামের অপর ব্যক্তির বিরুদ্ধে চাঁপাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আতোয়ার হোসেন বাদি হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদমদীঘি থানায় নিয়মিত মামলা করেন। আব্দুল হান্নান উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।