বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১

- আপডেট সময় : ০৫:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / 110

বগুড়ার শাজাহানপুরে ৮ কেজি গাঁজাসহ পিকআপ চালক ওমর ফারুক তোতা (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ই এপ্রিল (শনিবার) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই সময় পিকআপ ভ্যান (সিরাজগঞ্জ-ন-১১-০০৩৩) জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার তোতা ওই উপজেলার ডোমনপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। পুলিশের দাবি তার বিরুদ্ধে এরআগেও দুইটি মাদক মামলা আছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী।
পুলিশের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেপ্তার করা হয়েছে। এইসময় তার পিকআপ ভ্যান থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর পর রোববার আদালতে সোপর্দ করা হবে। তোতার ব্যবহত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।