বগুড়ায় ফতেহআলী ব্রিজ এলাকায় অভিযান, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৮:৫২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / 110

বগুড়ায় ফতেহআলি ব্রিজ এলাকায় অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ এপ্রিল (শনিবার) দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রেজভী।
জেলার সদর উপজেলার ফতেহআলি বাজার এবং ফতেহআলি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফতেহআলি ব্রিজের সামনে বিশেষভাবে ওজন করে ঠোঙ্গা প্রস্তুত করে ক্রেতাসাধারণকে ওজনে কম দেয়ার অপরাধে ০৫ টি ফলের দোকানকে ২০০০/- টাকা করে ১০,০০০/-, একটি তরমুজ দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ১,০০০/-, ফতেহ আলি বাজারে ০৬টি মিশ্রী ও খেজুরের দোকানে খাবার খোলা রাখাসহ অস্বাস্থ্যকরভাবে খাদ্য বিক্রয়ের অপরাধে ১,০০০/- টাকা করে মোট ৬,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট বিভিন্ন অপরাধে ১৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্ক করা হয়।
এ সময় জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।