বগুড়ায় ১৯০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

- আপডেট সময় : ০৭:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / 111

বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন রাজশাহী হইতে রংপুর গামী সঞ্চিতা পরিবহন বাস (যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ব, ১৩-০৫৮৬), ০১ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৫ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১৭.৪৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ০৮নং গোকুল ইউনিয়নের অর্ন্তগত গোকুল মধ্যপাড়া গ্রামস্থ বিসমিল্লাহ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর (বগুড়া-রংপুর হাইওয়ে) চেকপোষ্ট স্থাপন করিয়া বর্নিত নাম ও নাম্বারের বাসটি আটক করে তল্লাশি করিয়া মাদক ব্যবসায়ী আসামী মোঃ রাসেল ইসলাম (২৫), পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- মাজিয়া বেগম, সাং-ফাটাপাড়া, পোষ্টঃ মহিষালবাড়ী, থানাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী’কে মোট ১৯০ গ্রাম হেরোইন, ০১ মোবাইল, ০১ সীম এবং নগদ ৮০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সিপিসি-৩ বগুড়া র্যাব-১২ পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।