শিরোনাম ::
নোটিশ ::
সোনাতলায় আমেনা মাল্টিমিডিয়ার অভূতপূর্ব সাফল্য

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / 133

বগুড়ার সোনাতলা উপজেলার আমেনা মাল্টিমিডিয়া কিন্ডার গার্টেন স্কুল এবার “বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড”র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ফলাফলে এলাকাবাসী বেজায় খুশি হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ইং সালে ৬০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭বৃত্তি লাভ করে। এদিকে প্রতিষ্টানটির সূচনালগ্ন থেকে ভালো ফলাফল করে আসছে বলে সংশ্লিষ্ট এলাকাবাসীরা মন্তব্য করেন। বৃত্তি পরীক্ষা কৃর্তি শিক্ষার্থীরা হলো-রিফা সানজিদা, ইউসুফ,মৌনতা,নূর সাকিন,আয়শা সিদ্দিকা, আশিক সরকার, সুজাইদা,শাহরিয়া তানভির, ছাব্বির,সাফি,আব্দুর রহমান, নূরানী, কৌশিক, শাকিব,জেমি,সোহান বাবু,নাসিকা আকতার। এবিষয়ে শিক্ষানুরাগী ডাঃ মোজাম্মেল হক বলেন,প্রতিষ্ঠানটি ফলাফলের পাশাপাশি ক্রীড়াঅঙ্গন,ভালো হাতের লেখাতেও উপজেলা পযার্য়ে সুনাম অর্জন করেছে।
এবিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আমিরুল ইসলাম বলেন,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের সচেতনতার কারণে ভালো ফলাফল অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।