বগুড়ার শেরপুরে শিশুকে বলৎকারের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

- আপডেট সময় : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / 107

বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নে ৬ বছরের শিশুকে বলৎকারের চেষ্টায় মমতাজ উদ্দিন (৫০) নামের এক জনকে বুধবার দুপুরে শেরপুর থানা পুলিশ আটক করেছে। মমতাজ উদ্দিন ওই ইউনিয়নের চাটাইল গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
জানা যায়, বুধবার সকাল সাড় ১০টার দিকে ৬ বছরের শিশুটি বাহিরে খেলা করছিল। এ সময় মমতাজ উদ্দিন শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে সিরাজুল বাড়ির পাশে ধানী জমির মধ্যে নিয়ে যায়। এর শিশুটিকে বলৎকারের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে প্রতিবেশিরা শিশুর চিৎকার শুনে সেখানে যায়। শিশুটিকে রেখে মমতাজ উদ্দিন পালিয়ে যায়। ঘটনাস্থলে শিশুটিকে কান্নাকাটি করতে দেখে লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি বলে।
এ বিষয়ে শিশুটির বাবা মোত্তালিব জানান, আমার ছেলেকে চকলেট দেওয়ার কথা বলে ধানী জমির ভিতরে নিয়ে বলৎকারের চেষ্টা করলে সে চিৎকার করলে ছেলেকে রেখে মমতাজ পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানা এসআই সাইফ জানান, এ ঘটনায় মমতাজ উদ্দিনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।