শিরোনাম ::
নোটিশ ::
ভারতের সঙ্গে বাংলাদেশের ঘরের সম্পর্ক- ভারতীয় সহকারী হাইকমিশনার

এনামুল মবিন সবুজ,দিনাজপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / 95

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার ২ এপ্রিল সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতাদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
মনোজ কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক পরিধি দিন দিন বাড়ছে। দিনাজপুর হিলি স্থলবন্দরের রাস্তাঘাটগুলো একটু কম চওড়া। এগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগে পার্বতীপুরে বাংলাদেশ-ভারত জ্বালানি তেলের পাইপলাইন চালু করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঘরের সম্পর্ক। আর এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এ দেশের অনেকইে ভারতে ভ্রমণের জন্য যায়। দিনাজপুরে অনেক দর্শনীয় স্থান আছে। বাংলাদেশে অনেক ভালো ভালো স্থান আছে, যেগুলোতে পর্যটকরা আসতে পারে। এ বিষয়ে আরেকটু উদ্যেগ নিতে হবে। তাহলে শুধু ভারত নয়, নেপালসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশে ভ্রমণ করতে আসবে।
আজ সোমবার বাংলাবান্ধা পরিদর্শনে যাবেন তিনি সেখানকার পরিস্থিতি দেখে আবার ইমিগ্রেশন ব্যবস্থা চালু এবং ভবিষ্যতে দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক, মোসাদ্দেক হোসেন পাপ্পু, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।