শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার গাবতলীতে বোডিং ছাড়াই সেচ পাম্পের লাইসেন্স দেয়ার অভিযোগ

আরিফুর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / 45

বগুড়ার গাবতলীতে নিয়মবহির্ভূত বোডিং ছারাই সেচ পাম্পের লাইসেন্স দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের আখরকান্দা গ্রামের কছিমদ্দিনের ছেলে আনোয়ার হোসেন গত ১০-১২ বছর যাবৎ গভীর সেচ পাম্প স্থাপন করে সেচ কার্য পরিচালনা করে আসছে। বিএডিসি লাইসেন্স নং-৮৪১/২৩। প্রতিপক্ষ এইয় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মুনজুরুল ইসলাম উক্ত স্কিমের ভেতরে সরকারী নিয়মবহির্ভূত বোডিং ছারাই আরও একটি সেচ পাম্প লাইসেন্স গ্রহন করে। এতে আনোয়ারের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উক্ত লাইসেন্সটি বাতিল চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আনোয়ার হোসেন বাদী হয়ে ২ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে