শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় ৩১৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / 41

বগুড়ায় র্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ীর কলিপুর গ্রামের মহিদ্দিনের ছেলে।
রোববার সকালে সাড়ে ১০টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার(পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, চারমাথা এলাকায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছেন এমন তথ্য ছিল র্যাবের কাছে। সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মিজানুর রহমানকে ৩১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।