বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর আহত

- আপডেট সময় : ০৭:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / 42

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে সাকিব (১৭) নামের এক কিশোর আহত হয়েছেন। আহত সাকিব শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার ছানোয়ার হোসেনর ছেলে।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া (তালতলা) এলাকায় ওই ঘটনা ঘটে।
বর্তমানে ওই কিশোর চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।
এই ঘটনায় জড়িত ৩ কিশোরকে চিহ্নিত করেছে পুলিশ।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হায়দার আলী।
পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাতে জানান, আহত কিশোর সাকিব সহ আরও ৩ বন্ধু শাওন (১৯), আদর (১৭) ও দাদর (১৬) আড্ডারত অবস্থায় তাদের মধ্যে কথা কাটাকাটিতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরপরই স্থানীয়রা আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তিনি আশংকামুক্ত আছেন।
উপ-পরিদর্শক হায়দার আলী আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত ৩ কিশোরকে আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।