শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার ভাষায় কবিতা: অভাব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / 106

হাইরে, কাক কমু কষ্টের কতা
কাক কমু কি,
গরিবের ঘরোত পান্তাও নাই
ধনীর মাতাত ঘি,
মাজেমদ্যে খাবার পাচ্চিলেম
সেই গোস্ত বেন কুটি,
বেন্নের খাবার গমের বাড়তি দামে
পাইনে আজ সেই উটি।
ফসল কল্লে দাম পাইনে
কিনবের গেলেই আগুন,
তামান বছর ভেজাল খাই
কিসের মুলো বাগুন…
নিন আসেনা প্যাটের খিদেয়,
জিনিস পাতির যে দাম,
দুর্বল শরিল পায়না হামার
করবের শক্ত কাম,
ছোলেগেরে লেকাপড়া পেরাইভিটের
লাগে যত ট্যাকা,
অসুক বিসুকে ওষুদ খামু
পকেট হামার ফাঁকা,
অপিসোত যারা চাকরি করে
আর ব্যাপসা করে যারা,
প্যাটভরে খায় তামান বছর
সুকী আজগে তারা।
মোয়াজন হচ্চে ট্যাকার পাগল
কাম করে নেয় বাকী,
বউ ছোল নিয়ে কেমনে হামি
খালি প্যাটে থাকি?
লেখকঃ মাহফুজ সোহেল