শিরোনাম ::
নোটিশ ::
সান্তাহারে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / 49

ইসলামী ব্যাংক বংলাদেশ লিমিটেডের বগুড়ার আদমদীঘির সান্তাহার শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যাংকের শাখা প্রধান এস.এম.বেলাল হোসেনের সভাপতিত্বে ও অফিসার আবুল হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ টাউন মসজিদের খতিব মাওলানা আইউব আলী। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর কবির প্রমুখ। বক্তারা মাহে রমজানের গুরুত্ব, সুদ ও মুনাফার পর্থক্য নিয়ে বিষদভাবে আলোচনা করেন। এছাড়া ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তি এবং দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদানের বিষয়গুলো আলোচনা করেন।