শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / 57

বগুড়ায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। বুধবার রাত সোয়া ১১টার দিকে শহরের মাটিডালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর কাচারীকান্দি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে নুর হোসেন ওরফে রনি(৩৫) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নালিকান্দি এলাকার মৃত সফি মিয়ার ছেলে হেলাল উদ্দিন(৩০)।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।